নেত্রকোণায় সড়কের পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
_original_1742642742.jpg)
নেত্রকোণার কেন্দুয়ায় সড়কের পাশে খালের পাড় থেকে এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৬টার দিকে গ্রামীণ সড়কের পাশে সাতারখালি খাল পাড় থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তর পাড়া গ্রামের বাসিন্দা তারা মিয়া (৬৯)। তিনি স্থানীয় বাশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন।
তারা মিয়ার ভাই সোলেমান মিয়া বলেন, ‘তারা মিয়ার সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা ধারণা করা যাচ্ছে না। মরদেহের চোখে, মুখে কানে অনেক জখমের চিহ্ন রয়েছে।’
আরও পড়ুন
পরিবারের বরাতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার বিকেলে বাড়ি থেকে কাঁচামাল নিয়ে বিক্রির জন্য স্থানীয় বাশাটি বাজারে যান তারা মিয়া। এদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। স্বজনেরা রাতভর খোঁজাখুজি করেন। পরে স্থানীয়রা সকালে সাতারখালি খালপাড়ে তারা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি জেলা পিবিআইয়ের সদস্যরাও ঘটনার তদন্ত শুরু করেছেন। থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন