ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঈদে বিটিভি’র জন্য সোহেল আরমানের ‘জলপরী’

সোহেল আরমান

 অভি মঈনুদ্দীন ঃ গুনী অভিনেতা, চলচ্চিত্র ও নাটক নির্মাতা, গীতিকার সোহেল আরমান আগামী ঈদে বিটিভিতে প্রচারের জন্য বিটিভিরই প্রযোজনায় নির্দেশনা দিয়েছেন ‘জলপরী’ নামের একটি টেলিফিল্ম। এরইমধ্যে টেলিফিল্মটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

সোহেল আরমান জানান, জলপরী মূলত একটি দ্বীপের নাম। এই জলপরী দ্বীপেই বাবার অপরাধের কারণে তার মেয়েকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখা হয় এ কারণেই যে কোনো একদিন ঝড় আসবে, সেই কন্যাকে সাগরে ভাসিয়ে নিয়ে যাবে। তবেই জেলেদের জালে মাছ ধরা পড়বে। এভাবেই এগিয়ে যায় গল্প। সোহেল আরমানের ভাষ্যমতে , জলপরী মূলত রূপকথার গল্পের টেলিফিল্ম। সোহেল আরমানের নির্দেশনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন জাহের আলভী, তিথি, সমু চৌধুরী, সূচনা, সানজিদা কানিজ, মনির, মায়া ইসলাম’সহ আরো অনেকে।

সোহেল আরমান বলেন,‘ অনেকদিন পর বিটিভির জন্য একটি টেলিফিল্মের নির্দেশনা দিলাম। যথারীতি গল্পের প্রয়োজনে আমাদেরকে ঢাকার বাইরে শুটিং করতে হয়েছে। জাহের আলভী তার চরিত্রে এক কথায় অসাধারন অভিনয় করেছে। আমি ভীষণ মুগ্ধ তার অভিনয়ে। এছাড়াও আরো যারা আছেন তারা প্রত্যেকেই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমি খুব আশাবাদী জলপরী টেলিফিল্মটি নিয়ে। যেহেতু আমি নিজেই জলপরীর রচয়িতা, তাই নির্দেশনাটা আমি আমার মনের মতো করেই দিতে পেরেছি। যে কারণে জলপরী নিয়ে আশাবাদী আমি।’

সোহেল আরমান সর্বশেষ ‘নয়ন পাখি’ ও ‘রূপ না মন’ নামক দুটি নাটক নির্মাণ করেছেন। ‘নয়ন পাখি’তে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সামিরা খান মাহি। ‘রূপ না মন’তে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও রোদসী সিদ্দিকা। একজন নাট্যকার হিসেবে ১৯৯২ সালে সোহেল আরমানের পথচলা শুরু। সর্বকনিষ্ঠ নাট্যকার হিসেবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্মস ক্যাডারদের নিয়ে ‘সবুজের হলুদ ব্যধি’ নাটক রচনা করেন।

আরও পড়ুন

প্রথম নাটকেই বাজিমাত করেন সোহেল আরমান। এরপর পড়াশুনায় ব্যস্ত হলেও ১৯৯৪ সালে প্যাকেজের পঞ্চম নাটক হিসেবে প্রথম নির্মাণ করেন ‘বিবর্ণ প্রজাপতি’ নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনার পাশাপাশি বিপাশা হায়াত ও আফসানা মিমির সঙ্গে অভিনয় করেন তিনি। একই বছরে আমজাদ হোসেনের রচনায় ও ফখরুল আবেদীন দুলালের প্রযোজনায় ‘জন্মভূমি’ নাটকে অভিনয় করে আলোড়ন ফেলেন সোহেল আরমান। এই নাটকের আগুন চরিত্রে অসাধারণ অভিনয়ের কথা এখনো দর্শকের মনে দাগ কেটে আছে। এরপর তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘আগুন লাগা সন্ধ্যা’,‘তিন পুরুষ’.‘ দুঃখ তোমায় দিলাম ছুটি’, ‘অতল প্রহর’, ‘নগরে অনাগরিক’। তার নির্দেশিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘তিন পুরুষ’,‘কৃষ্ণপক্ষ’,‘ শূণ্যে বসবাস’,‘কেউ কাছে কেউ দূরে’,‘বায়োস্কোপ’,‘এক ধ্রুবতারা’,‘হৃদয়ে গণ্ডগোল’ ইত্যাদি। বাংলাদেশে মিউজিক ভিডিওর প্রবক্তা সোহেল আরমান।

১৯৯৪ সালে হানিফ সংকেত’র আয়োজনে হোম ভিডিও প্রতিযোগিতায় বন্ধু জাহাঙ্গীর হায়দার দীপনের গাওয়া ‘হৃদয়ের জলছবি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে তিনি প্রথম হয়েছিলেন। সোহেল আরমানের নির্মিত প্রথম চলচ্চিত্র ‘এই তো প্রেম’। তারই হাত ধরে নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত সৈয়দ শাকিল, এসএ হক অলিক ও এমআর মিজান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে - রংপুরে জোনায়েদ সাকি

ভিভো ভি৫০ ফাইভজি: জাইস ক্যামেরার স্পর্শে প্রতিটি ছবি হবে মাস্টারপিস

জয়পুরহাটের আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত