ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

রানের পাহাড়ে দাড়িয়ে নাঈম শেখ ,জাতীয় দলে ফেরার অপেক্ষা

রানের পাহাড়ে দাড়িয়ে নাঈম শেখ ,জাতীয় দলে ফেরার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:  দারুন ছন্দে আছেন নাঈম শেখ। নাঈম শেখের জাতীয় দলে ফেরাটা এখন যেন শুধুই সময়ের ব্যাপার। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনুষ্ঠিত ৭ ম্যাচ খেলে নাঈমের এখন পর্যন্ত ৪৫৯ রান। গত আসরে দেশের ঘরোয়া প্রতিযোগিতা এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের  সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম শেখ। একই ধারাবাহিকতায় সবশেষ বিপিএলেও এই বাঁ-হাতি ব্যাটার সর্বোচ্চ রান করেছেন। 

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ পাকিস্তানের বিপক্ষে। যেখানে তাকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নাঈম লিখেছিলেন, ‘চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আমি ১০০ চার ও ৫০টি ছক্কা মারতে চাই। নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ। আমি কি করতে পারব?’

নিজেকে দেওয়া সেই চ্যালেঞ্জে পাস করতেই পুরো নিবেদন ঢেলে দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। গতকাল শাইনপুকুরের বিপক্ষে ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলার পর নাঈম বলেছেন, ‘প্রিমিয়ার লিগে আমি ৫০০ রান করেছি, ৬০০–৮০০ রান করেছি, এমনকি ৯৫০ রান করারও নজির আছে। তাই এখন নতুন একটা মানসিকতা ঠিক করেছি যে এটা (বাউন্ডারির রেকর্ড) সম্ভব কি না। নিজের সীমাটা বাড়ানোর চেষ্টা করছি। আগে ৫০০-৬০০ রান করলে হয়তো সিঙ্গেল বেশি থাকত, বাউন্ডারি কম মারতাম। এবার ব্যক্তিগতভাবে লক্ষ্য ঠিক করেছি ১০০ বাউন্ডারি ও ৫০ ছক্কা মারার। চেষ্টা থাকবে লক্ষ্য পূরণ করার।’

আরও পড়ুন


নাঈম আরও বলেন, ‘গত দুই বছর রান পাওয়ার নেপথ্যে কোনো রহস্য নেই। উইকেট আন্দাজ করে, নিজের খেলা বুঝে ধারাবাহিক রান করার চেষ্টা করছি। আগের ভুলগুলো যেন আর না করি। বেশি করে শিক্ষা নিয়ে যেন ইনিংস লম্বা করতে পারি। ক্যারিয়ারের শুরুতে আমি ৪০-৫০-৭০ রানে অনেকবার আউট হয়েছি। এখন যেদিন সেট হই, সেদিন আর মিস করি না। ভালো শুরু পেলে ইনিংস আরও লম্বা করার চেষ্টা করি। যত লম্বা করা যায়... ১৩০-১৪০... ওয়ানডেতে কোনো সীমা নেই।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদের পসরা সাজিয়ে আলোয় ঝলমল গাইবান্ধার মার্কেট

বিএনপি ইসলামের পক্ষে কিন্তু বেহেস্তের টিকিট বিক্রি করে না - ওবায়দুর রহমান চন্দন

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্যাকসিন সংকট একদিনে ১০ জন কুকুড়ের কামড়ের শিকার