ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

বগুড়ায় ২৭ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা, এক দোকান সীলগালা

বগুড়ায় ২৭ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা, এক দোকান সীলগালা

স্টাফ রিপোর্টার : আজ শনিবার (২২ মার্চ) বগুড়ার রাজা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি দোকান সীলগালা এবং অন্য এক দোকান থেকে ২৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ও আবু শাহমা অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা  ৬ক অনুসারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার কারনে রাজাবাজার এওলঅকার মিল্টন এন্টারপ্রাইজ নামের ১ টি দোকান হতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ২৭ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং মোট ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

আরও পড়ুন

এছাড়া শেখ মার্কেটে অবস্থিত গোপাল স্টোরকে সিলগালা করা হয়। বগুড়া জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ও আবু শাহমা অভিযারন পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের মিঠাপুকুরে ৩৩ হাজার পরিবার টিসিবি’র পণ্য থেকে বঞ্চিত

চার ভাষাতেই সঙ্গীত পরিবেশনে অনবদ্য তাসনিম আনিকা, শুভ জন্মদিন

বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, ট্রাকচালক আটক

এবার ঈদেও নেই রংপুবাসীর জন্য বিশেষ ট্রেন