ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দু:র্শ্চিন্তায় বাবা-মা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দু:র্শ্চিন্তায় বাবা-মা। ছবি : দৈনিক করতোয়া

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চাঁদনী খাতুন (১৪) নবম শ্রেণির শিক্ষার্থী হলেও তার উচ্চতা ২ ফুট ৮ ইঞ্চি। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী (বামনাকৃতির) চাঁদনী। প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া চাঁদনী খাতুনের চিন্তায় কুল পাচ্ছে না  বাবা মা। তা ছাড়াও লেখাপড়ার খরচ যোগান দিতে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র পরিবার।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্র নারায়ণ গ্রামের দিনমজুর চাঁন মিয়া ও রত্না খাতুন দম্পতি’র মেয়ে। সে মিয়া পাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী। তিন ভাই বোনের মধ্যে সে সবার ছোট। পড়াশুনায় মেধাবী না হলেও মোটামুটি ভালো।

চাঁদনীর বাবা চাঁন মিয়া বলেন, জন্মের সময় সে একটা সুস্থ সবল হিসেবে জন্ম নেয়। পরে নানা মুখী রোগ দেখা দেয়। স্থানীয় ভাবে  চিকিৎসা করেছি চাঁদনীর। অর্থের অভাবে উন্নত  চিকিৎসা করাতে পারেননি। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। কোন রকমে মেয়েটি বেচে আছে । অন্যন্যদের মত স্কুল মুখি করে এখন লেখা পড়া করছে। আগে জমিজমা ছিল।  ধরলার ভাঙ্গনে  সব কিছুই নদী কেড়ে নিয়েছে। এক পোষাকে স্কুল যাওয়া আসা করে। অর্থের অভাবে প্রাইভেট দিতে পারি না। সামনে ঈদ আসছে, মেয়েটার জন্য নতুন পোশাক দেয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন

চাঁদনীর মা রত্না বেগম জানান, ছোট বেলায় অজানা রোগে আক্রান্ত হয়। ঝার ফুঁক করে চিকিৎসা করা হয়েছে। অর্থের অভাবে ভাল চিকিৎসা করা সম্ভব হয়নি। মেয়েটার সমস্ত কাজ করে দিতে হয়। বাথরুমে পানি পৌঁছে দেয়া। হাত-মুখ ধুয়ে দেয়া। গোসল করানো, পোশাক পরিচ্ছেদ পরিধান করা। অনেক সময় খাবারও মূখে তুলে দিতে হয়। আমি যখন থাকবো না তখন মেয়েটার কি হবে শুধু এ চিন্তায় সব সময় তাকে কুুঁরে কুঁরে খাচ্ছে।

জ্যোতিন্দ্র নারায়ণ ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার ভাতা করে দিয়েছি। তা ছাড়াও ওই পরিবারটিকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: নাজমা বেগম জানান, চাঁদনীর বাবা খুবই দরিদ্র। বাঁকী সব শিক্ষার্থীর চেয়ে সে ভিন্ন প্রকৃতির। তারপরেও সে স্কুলে নিয়মিত আসে এবং পড়ালেখার প্রতি আগ্রহ আছে। তাকে উপবৃত্তি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, ট্রাকচালক আটক

এবার ঈদেও নেই রংপুবাসীর জন্য বিশেষ ট্রেন

ঈদে নাটকে ও নাচে দেখা যাবে শখ’কে

টাঙ্গাইলে বাসচাপায় শিশুসহ নিহত ২

সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২১