ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

স্থানীয়দের সন্তোষ প্রকাশ

বগুড়ার শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ২য় দিনে আবারও অভিযান

বগুড়ার শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ২য় দিনে আবারও অভিযান। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা থেকে ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনে আবারও অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। রাস্তার সীমানার মধ্যে চারটি বহুতল ভবনের সামান্য অংশ গড়ে তোলায় সেগুলো উচ্ছেদ করতে গেলে ভবন মালিকরা আগামী ১৫ দিনের মধ্যে নিজ খরচে তা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।

গতকাল শনিবার বিকেলে শেরুয়া বটতলা বাজার এলাকায় ২য় দিনের এই উচ্ছেদ অভিযানে সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু করা হয় এই উচ্ছেদ অভিযান। ১ম দিনে যে সকল ব্যবসায়ীরা নিজের জায়গা বলে দাবি করছিলেন তা গতকাল শনিবার সকাল থেকে মাপজোখ করে সীমানা নির্ধারণের মাধ্যমে আবার বিকেল থেকে উচ্ছেদ শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেনসহ শাহ-বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের স্বার্থে সরকারি জায়গা দখল করা সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনীঃ সেনাপ্রধান

রংপুরের মিঠাপুকুরে ৩৩ হাজার পরিবার টিসিবি’র পণ্য থেকে বঞ্চিত

চার ভাষাতেই সঙ্গীত পরিবেশনে অনবদ্য তাসনিম আনিকা, শুভ জন্মদিন

বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, ট্রাকচালক আটক