ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে দলকে

টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে দলকে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শুক্রবার বাংলাদেশ দল চেয়েছিল ম্যাচ ভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করতে। কিন্তু অনুমতি মেলেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। নিয়ম অনুযায়ী অনুমতি মিলবে আসলে ম্যাচের আগের দিন। তাই বাংলাদেশ দলকে অনুশীলনে পাঠানো হয় শহরের নর্থ ইস্টার্ন হিলস বিশ্ববিদ্যালয় মাঠ। মাঠটি ভালো নয় বলে ক্ষুব্ধ বাংলাদেশি কোচ কাবরেরা।

গতকাল অবশ্য নেহরু স্টেডিয়ামেই অনুশীলন হয়েছে। তবে মূল মাঠে নয়, গ্রাউন্ড-টু টার্ফ মাঠে। অথচ পাশের মূল মাঠে স্বাগতিক ভারত অনুশীলন করছে। আয়োজক হওয়ার বাড়তি সুবিধা পুরোপুরি ভোগ করছে ভারত। কিন্তু বাংলাদেশ দলকে ভারতে এসে এক রকম যুদ্ধই করতে হচ্ছে অনুশীলনের সময়, মাঠ ইত্যাদি নিয়ে। 

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এতে ক্ষুব্ধ। আয়োজকদের তরফে কোনো সহযোগিতা বাংলাদেশ দল পাচ্ছে না বলে তার অভিযোগ, ‘আমাদের ভালো মাঠ দেওয়া হচ্ছে না। আজ (কাল) অনুশীলনের সময় ছিল সাড়ে ৫টা। কিন্তু তারা তখনো মাঠ দেয়নি। এখন সাড়ে ৭টায় যুদ্ধ করে নিতে হয়েছে মাঠ। তা-ও টাকা দিতে হবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক ড. আফসানা পারভীন জাতিসংঘের প্রথম ডেল্টা সামিটে অংশগ্রহণ

রংপুরে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের পৃথক অভিযানে জরিমানা

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত

মিনিস্টারের অস্থির বাজারে স্বত্বির অফারে ‘কোটিপতি হোন’ অফারের ব্যাপক সাড়া

মুন্সিগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি