ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

হামাসকে গাজার ক্ষমতা ছাড়ার আহবান ফাতাহ’র

হামাসকে গাজার ক্ষমতা ছাড়ার আহবান ফাতাহ’র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ‘অস্তিত্ব’ রক্ষার জন্য হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। 

ফাতাহর মুখপাত্র মন্থার আল-হায়েক বলেছেন, ‘হামাসকে গাজা, এর শিশু, নারী ও পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।’ তিনি হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শাসন থেকে সরে আসার এবং সম্পূর্ণরূপে স্বীকার করার আহ্বান জানাচ্ছি যে, গাজার নিয়ন্ত্রণ যদি তাদের হাতে থাকে তবে সামনের যুদ্ধ ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাবে।’

আরও পড়ুন

২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যায়। ফাতাহ ক্ষমতা ছাড়তে রাজী না হলে হামাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ২০০৭ সালে বিজয়ী হয়ে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার ক্ষমতা কেড়ে নেয় হামাস। পরবর্তীকালে হামাস ও ফাতাহর পুনর্মিলনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফাতাহ ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৪২ নম্বর প্রস্তাবনার পক্ষে সম্মতি জানায়। অপরদিকে, হামাস ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। বরং তারা তাদের ১৯৮৮ সালের প্রতিষ্ঠা সনদে বর্তমান ইসরায়েলসহ ফিলিস্তিনি অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন