ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

প্রকাশ্যে জুয়ার বিজ্ঞাপনে সাকিব 

প্রকাশ্যে জুয়ার বিজ্ঞাপনে সাকিব, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার। আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন তিনি।

এর আগে ২০২২ সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব। তবে সেসময় বিসিবি’র চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তৎকালীন বোর্ড কর্তারা এ ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে এখন পরিস্থিতি পুরোপুরি পালটে গেছে। গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন দলটির সাবেক এই সংসদ সদস্য। জাতীয় দলের হয়ে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও।

আরও পড়ুন

তাই সাকিব এখন প্রকাশ্যেই বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করছেন। সে বিজ্ঞাপনের প্রোমো আবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ারও করেছেন। এর আগে বাংলাদেশের কোনো পাবলিক ফিগারকে এভাবে প্রকাশ্য বেটিং সাইটের প্রচারে জড়াতে দেখা যায়নি। বলে রাখা ভালো, বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক ড. আফসানা পারভীন জাতিসংঘের প্রথম ডেল্টা সামিটে অংশগ্রহণ

রংপুরে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের পৃথক অভিযানে জরিমানা

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত

মিনিস্টারের অস্থির বাজারে স্বত্বির অফারে ‘কোটিপতি হোন’ অফারের ব্যাপক সাড়া

মুন্সিগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি