ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা;  যুবক

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা;  যুবক আটক

নিউজ ডেস্ক:   যশোর সদর উপজেলার ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনিতে  চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২২ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবকের নাম তরিকুল ইসলাম (২৭)। তিনি যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে। কাজের সুবাদে তিনি ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনির একটি বাড়িতে ভাড়া থাকেন ও এয়ারপোর্টে টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি হিসাবে কাজ করেন।

গণপিটুনির পর ৯৯৯-এ ফোন পেয়ে রাতে সাড়ে ১২টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই যুবককে আটক করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালী থানার এসআই সাইফুল ইসলাম জানান, আটক তরিকুল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশুকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন আশপাশের লোকজন টের পেয়ে তরিকুলকে হাতেনাতে ধরে গণধোলাই দেন। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রামবাসী ৯৯৯-এ ফোন দিয়ে খবর দেয়। পরে যশোর কোতোয়ালী পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে।

আরও পড়ুন

তিনি আরও জানান, উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার সময় ঠেকাতে গিয়ে তিনি (এসআই সাইফুল) আহত হন। পরবর্তীতে আটক তরিকুলকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়েছে।

এদিকে হাসপাতালে তরিকুল সাংবাদিকদের কাছে দাবি করেন, শনিবার রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরলে শিশুটির নানি স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার ওপর হামলা চালান। আগের দিন শুক্রবার (২১ মার্চ) দুপুরে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও দেখছিলেন। তখন শিশুটি তার কাছে গেলে তিনি রুম থেকে বের করে দেন। এই ঘটনায় প্রতিশোধ নিতে শিশুটির নানি ধর্ষণের অভিযোগ তুলে সন্ত্রাসীদের দিয়ে তাকে মারপিট করিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানান, অভিযুক্তকে পুলিশ জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এ ঘটনায় এসআই সাইফুলকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবালিয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ

শাকিবের সিনেমায় ‘চাঁদ মামা’ চমক নুসরাতের

অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

সিমন্সকে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিলো বিসিবি

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ১৮

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা