বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে রিকশা চালক নিহত হয়েছেন। শহরতলির আপুইল এলাকায় কাহালু-বগুড়া সড়কে আজ রোববার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে ট্রাক চাপায় রঞ্জু প্রামানিক (৪৫) নামের ওই রিকশাচালক নিহত হন। নিহত রঞ্জু প্রামানিক বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের পশ্চিম পাটিতা পাড়া এলাকার আবু জাফর প্রামাণিকের ছেলে।
বগুড়া ছিলিমপুর ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, একটি ট্রাক সারবোঝাই করে তিন মাথার দিকে যাওয়ার ওই সময় ট্রাকের চাপায় ওই রিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটি মালামালসহ আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন