ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

রেকর্ডগড়া হারে সিরিজ খোয়ালো পাকিস্তান 

রেকর্ডগড়া হারে সিরিজ খোয়ালো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক:  পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে রেকর্ড ব্যবধানে হেরে ৩-১ এ সিরিজ হারলো পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচেই ৯১ রানে অলআউট হয়ে বড় ব্যবধানের হার দেখতে হয়েছিল সফরকারীদের। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটাই ছিল তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। 

সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছিল সালমান আঘার দল। আগের ম্যাচে রেকর্ড গড়ে জয় পেয়েছিল পাকিস্তান। আজ হেরেছেও রেকর্ড ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ ব্যবধানের হার। এর আগে ২০১৬ সালের ২২ জানুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ৯৫ রানে হেরেছিল পাকিস্তান।

নিউজিল্যান্ডের আজ শুরুটাই ছিল আগ্রাসী। ফিন অ্যালেন মাত্র ১৯ বলেই পেয়েছেন ফিফটির দেখা। আরেক ওপেনার টিম সেইফার্ট ২২ বলে করেন ৪৪। ১০ ওভারেই ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের পাল্টা প্রতিরোধের মুখে পরের ৬ ওভারে স্বাগতিকরা তুলেছে ৩২ রান। আর উইকেট হারায় ৩টি। 
অপরাজিত ৪৬, মার্ক চাপম্যান ২৪ ও ড্যারিল মিচেল  ২৯ রান করেন। পাকিস্তানের সামনে নিউজিল্যান্ডের সংগ্রহ হয় ২২০ রানের।

জবাবে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচে ঝড় তোলা হাসান নওয়াজ আউট হন ৪ বলে মাত্র ১ রান করে। দ্রুত সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস, অধিনায়ক সালমান আলী আগা, শাদাব খান ও খুশদিল শাহ। ইরফান খান ১৬ বলে ২৪ রান করেন। ৫৬ রানে পতন হয় ৮ উইকেটের।

আরও পড়ুন

শেষদিকে আব্দুল সামাদ ৩০ বলে ৪৪ রান করে স্কোর নিয়ে যান তিন অঙ্কের ঘরে। তাকে ক্রিজে সময় কাটাতে সঙ্গ দিয়েছেন ১৩ বলে ৬ রান করা হারিস রউফ। ১০৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। চার উইকেট ছিল জ্যাকব ডাফির। আর ৩ উইকেট জাকারি ফোকসের। 

১১৫ রানের রেকর্ড ব্যবধানে হেরে সিরিজও খুইয়েছে পাকিস্তান। ৩-১ ব্যবধানে সিরিজের ট্রফি ঘরে তুলেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচ আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে ৮টি  ইটভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২

অধ্যাপক ড. আফসানা পারভীন জাতিসংঘের প্রথম ডেল্টা সামিটে অংশগ্রহণ

রংপুরে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের পৃথক অভিযানে জরিমানা

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত