ক্ষমতায় গেলে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে: তারেক রহমান
_original_1742746423.jpg)
ক্ষমতায় গেলে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের হোটেল ফার্সে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩১ দফা উপস্থাপনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে বিতর্কিত ও ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের ধ্বংস হওয়া প্রত্যেকটি প্রতিষ্ঠান মেরামত করা হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে জনগণের সমর্থন থাকায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘পলাতক স্বৈরাচার দেশের প্রত্যকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল তারা। প্রথমেই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত ও ধ্বংস করে দিয়েছিল তারা।’
আরও পড়ুনচলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার গত ১৫ বছরে নির্বাচন কমিশনসহ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে ধ্বংস হওয়া সব প্রতিষ্ঠান মেরামত করা হবে।
তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবে মানুষ পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল। মানুষের প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করতে চায় বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে দরকারি কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।’
মন্তব্য করুন