ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্যাকসিন সংকট একদিনে ১০ জন কুকুড়ের কামড়ের শিকার

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্যাকসিন সংকট একদিনে ১০ জন কুকুড়ের কামড়ের শিকার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে কুকুরের উৎপাত বেড়ে গেছে। পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন অনেকেই। একদিনে ১০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। তাদের কেউ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এদিকে সারিয়াকান্দি উপজেলা এবং বগুড়া জেলা সদরেও নেই ভ্যাকসিন সরবরাহ। বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হচ্ছে কুকুরের কামড়ে আক্রান্তদের।

সন্ধ্যায় ইফতারি শেষে মাগরিবের নামাজের পর কয়েকজন মানুষকে খাওয়ানো হচ্ছে। সেই বাড়ি ভর্তি মানুষের মাঝে একটি পাগলা কুকুর প্রবেশ করে ৮ম শ্রেণির শিক্ষার্থী মাহির ওপর ঝাপিয়ে পড়ে তাকে কামড়াতে থাকে পাগলা কুকুর। বাড়িভর্তি মানুষ এগিয়ে আসার আগেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই কুকুর। এ দৃশ্য বগুড়া সারিয়াকান্দির সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত নঈম উদ্দিন আকন্দের ছেলে বাদশা মিয়ার বাড়িতে।

এছাড়া এই কুকুর একই গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী এবং শাহাদাৎ জামান আঙ্গুরের স্ত্রীকেও মারাত্মকভাবে কামড়ে দিয়েছে। পরে ওই কুকুর পারতিত পরল উত্তরপাড়া গ্রামের বেশ কয়েকজন মহিলা এবং পুরুষকেও কামড়ে দেয়। পরে কুকুরটি সদর ইউনিয়নের ইউপি’র সদস্য বাটুল মেম্বারের মাকে কামড়িয়ে মারাত্মকভাবে আহত করেছে। মাকে বাঁচাতে গিয়ে বাটুল মেম্বারও কুকুরের কামড়ের শিকার হন। এদিকে জানা গেছে, পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের একজন কুকুরের কামড়ে শিকার হয়ে বগুড়া মোহম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

পরে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে গতকাল রোববার সকালে সাতজন রোগী পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা নিয়েছেন। এদিকে হাসপাতালের কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, সারিয়াকান্দিতে র‌্যাবিক্স টিকার সাপ্লাই নেই। তাই আহতদের টিকা দিতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একজন ভুক্তভোগী বলেন, সারিয়াকান্দি হাসপাতালে টিকা না পেয়ে রাতেই বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে যাই। সেখানেও গত এক মাস ধরেই টিকার সাপ্লাই নেই। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার বলেন, সারিয়াকান্দি হাসপাতালে বেশ কয়েকবছর ধরেই টিকার সরবরাহ নেই। তাই কুকুর-বিড়ালে কামড়ে আক্রান্ত রোগীদের টিকা নিতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে ৮টি  ইটভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২

অধ্যাপক ড. আফসানা পারভীন জাতিসংঘের প্রথম ডেল্টা সামিটে অংশগ্রহণ

রংপুরে ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের পৃথক অভিযানে জরিমানা

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত