বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত যাত্রীর বয়স অনুমানিক ৬৫ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার (২৩ মার্চ) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুজ্জামান জানান, দুর্ঘটনার পর অটোরিকশার পাশে এক বৃদ্ধার মরদেহ পড়েছিল। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই সময় অন্য কাউকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন