ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে - রংপুরে জোনায়েদ সাকি

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে - রংপুরে জোনায়েদ সাকি। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। দেশে নানা ধরনের অস্থিতিশীলতার চেষ্টা চলছে। এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। অস্থিতিশীল আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করেছে। শেখ হাসিনাসহ যারা হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

আজ রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে সেজন্য সকল রাজনৈতিক পক্ষ, সকল বক্তিবর্গ এমনকি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার আহ্বান জানান জোনায়েদ সাকি।

 গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ৯০ গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরশাসকের পতন ঘটেছিল। মানুষ গণতন্ত্রের আশা করলেও আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কোন পরিবর্তন হয়নি। যথার্থভাবে লক্ষ্য ও কর্মসূচি হাজির না থাকায় ৯০ পরবর্তী সরকারগুলো একই রাষ্ট্র কাঠামোয় এসে মানুষের ভোটের অধিকার এবং জনগণের যে ক্ষমতা তা কেড়ে নিয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিন তিনটি জাতীয় নির্বাচনকে তামাশায় পরিণত করে। 

আরও পড়ুন

গণসংহতি আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, গণসংহতি আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন, গণসংহতি আন্দোলনের নেতা রফিকুল ইসলাম, আল মেহেদী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ ,আটক ২

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত

মিনিস্টারের অস্থির বাজারে স্বত্বির অফারে ‘কোটিপতি হোন’ অফারের ব্যাপক সাড়া

মুন্সিগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি

খুলনায় ঘুষ নেওয়ার দায়ে প্রকৌশলীর কারাদণ্ড

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া আটক