ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

উপস্থাপিকা সামিয়া আফরিন ক্যানসারের সঙ্গে লড়ছেন

উপস্থাপিকা সামিয়া আফরিন ক্যানসারের সঙ্গে লড়ছেন , ছবি: সংগৃহীত।

সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানালেন উপস্থাপিকা সামিয়া আফরিন। আড়াই বছর আগে ক্যানসার ধরা পড়ে দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিনের। এরপর থেকে নীরবেই মারণব্যাধি এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি।

সামিয়া আফরিন বলেন, ‘২০২২ সালের এপ্রিলে আমার ক্যানসার ধরা পড়ে। চতূর্থ স্টেজে ছিল তখন। আমার পরিবারের মানুষদের জন্য এটা খুবই ভীতিকর একটি বিষয় ছিল। তবে আমার মনে হয়েছে, এটা একটা রোগ। যেটার সঙ্গে আমার লড়াই করতে হবে।’তিনি বলেন, ‘ক্যানসার ধরা পড়ার পরে কারও কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা দৃষ্টি দেখতে চাইনি। আমি সবসময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরও বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।’তার ভাষায়, ‘এসব মুহূর্তে হয় কী, মানসিকভাবে ভেঙে পড়ি।

আরও পড়ুন

মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে অনেক লাইফ স্টাইলেও পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব, যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’

বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে সামিয়া বলেন, ‘প্রতিটি ঘরেই দেখা যায় দু-একজন ক্যানসার রোগী আছেন, আমি নিজেও একজন ক্যানসারের রোগী। প্রায় আড়াই বছর ধরে এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি।’ এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল, ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয়া। প্রসঙ্গত, একসময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝেমধ্যে তাকে নাটকেও দেখা গেছে।
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন