ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

ইমাম-মুয়াজ্জিনেরা পাচ্ছেন সুদমুক্ত ঋণ

ইমাম-মুয়াজ্জিনেরা পাচ্ছেন সুদমুক্ত ঋণ, ছবি: সংগৃহীত।

ইমাম ও মুয়াজ্জিনরা সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই ঋণ দেওয়া হচ্ছে। এ মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম ও মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন তাদের ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ থেকে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া, এই ট্রাস্ট থেকে আর্থিকভাবে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সইকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানান হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে সারা দেশে ৬০০ জন ইমাম-মুয়াজ্জিনকে ১ কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই অর্থবছরে ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসেবে ২ কোটি ৩১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এই দুই খাতে মোট ৪ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে অথবা আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের কল্যাণে ২০০১ সালে এই ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র-জনতার অভ্যুত্থান আরেকটা বিশেষ দিন : বাণিজ্য উপদেষ্টা

শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে কিশোরগঞ্জে নতুন মামলা

জুলাই হত্যাকাণ্ডের বিচারের কিছু রায় দেওয়ার অবশ্যই চেষ্টা করব: রিজওয়ানা হাসান

আজ আলোচিত চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

পরীমণি বললেন বর্ষাকে - এই, মেয়েদের বাজার কী !

দেশে ২৪ দিনে এলো ২৭৫ কোটি ডলার, রেমিট্যান্সে নতুন রেকর্ড