চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের কয়লাঘাটসংলগ্ন ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ শিশু নিরবের (১০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল রোববার (২৪ মার্চ )দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় নিরব।
এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন জানায়, শিশু নিরব ডাকাতিয়া নদীতে গোসলের সময় ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশনের একটি ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতে চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয় মরদেহ।
নিরব কয়লাঘাট এলাকার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।
আরও পড়ুনচাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানান, এ ঘটনায় নৌকাসহ দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়নকে (২৪) আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ। ময়নাতদন্ত শেষে আজ সোমবার শিশু নিরবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন