গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে চালক স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার খাদে পড়ে রনি শেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত এবং তার চাচাতো ভাই ও একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র জিমি শেখ আহত হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী-ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার জানায়, রনি শেখ তার চাচাতো ছোট ভাই জিমি শেখসহ মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় মোটর সাইকেলটি বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে দুজনই মারাত্মক আহত হয়।
আরও পড়ুনপরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন।
আহত জিমি শেখ চিকিৎসাধীন বলে জানা গেছে।
মন্তব্য করুন