ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ, ২০২৫, ০৭:১৪ বিকাল

ডেসকো বোর্ডের ৫০০ তম বোর্ড সভা অনুষ্ঠিত

সঠিক, সৎ এবং দক্ষ নেতৃত্বের জন্য এবারের পবিত্র মাহে রমজানে ডেসকোসহ সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। কোন যাদু মন্ত্র নয়, শুধু সঠিক নেতৃত্বের সুনির্দিষ্ট নির্দেশনায় রমজান মাসে সারাদেশে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। ২৩ মার্চ ২০২৫ রবিবার ডেসকো বোর্ডের ৫০০ তম বোর্ড সভা বিকাল ৩ টায় মিরপুরস্থ ডেসকো'র স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত হয়।

ডেসকো বোর্ডের মাননীয় চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম ৫০০ তম সভা উপলক্ষে বোর্ডের সকল সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে সভা শুরু করেন। এসময় ডেসকো'র  ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবসরপ্রাপ্ত) বোর্ডের চেয়ারম্যানকে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করেন।

প্রথমেই পবিত্র মাহে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকো কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ৫০০ তম বোর্ড সভায় ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালকসহ সকল সদস্যদের উপস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান মানসম্মত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ হন। সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ সবুর হোসেন।

আরও পড়ুন

আরও উপস্থিত ছিলেন   এ. এইচ. এম জিয়াউল হক, অতিরিক্ত সচিব (অব:) ও পরিচালক, ডেসকো বোর্ড, প্রকৌশলী আবদুল্লাহ নোমান, ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি এবং পরিচালক, ডেসকো বোর্ড, তাহমিনা বেগম, যুগ্ম সচিব, বিদ্যুৎ বিভাগ ও পরিচালক, ডেসকো বোর্ড, জনাব অঞ্জনা খান মজলিশ, সদস্য (অর্থ), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পরিচালক, ডেসকো বোর্ড, জনাব মোহাম্মদ সোলায়মান, উপসচিব, বিদ্যুৎ বিভাগ ও পরিচালক, ডেসকো বোর্ড, মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব), বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও পরিচালক, ডেসকো বোর্ড,  ফারজানা শারমিন (পুতুল), অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও স্বতন্ত্র পরিচালক, ডেসকো বোর্ড।

এরপর বোর্ডসভার এজেন্ডার উপর আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন