ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

বগুড়ায় গ্রেফতার রাজশাহী ডিবি’র পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

বগুড়ায় গ্রেফতার রাজশাহী ডিবি’র পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুই ব্যক্তিকে অপহরণ এবং মুক্তিপণ নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ডিবি’র পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সোমবার রাত ৮টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে আরএমপি’র এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাদের সাময়িক বরখাস্ত করেছেন। তিনি বলেন, তারা কোনো অভিযানে যাননি, কাউকে জানিয়েও যাননি। তারা নিজের ইচ্ছায় বগুড়ায় গিয়েছেন, সেখানে গ্রেফতারও হয়েছেন, সেখানে তাদের নামে মামলা হয়েছে। এ জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তদন্ত হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ পুলিশ সদস্য হলেন-আরএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী। এছাড়া তাদের সঙ্গে মেহেদী হাসান নামের মাইক্রোবাস চালককেও আটক করা হয়েছে। তার মাইক্রোবাসে সবাই বগুড়া যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবালিয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ

শাকিবের সিনেমায় ‘চাঁদ মামা’ চমক নুসরাতের

অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

সিমন্সকে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিলো বিসিবি

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ১৮

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা