দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা। বাজারগুলোতে নির্ধারিত কোনো জায়গা না থাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশ দখল করে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোভ্যান ও অটোস্ট্যান্ড।
আজ সোমবার (২৪ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আজাদমোড়, গুচ্ছগ্রাম, রানীগঞ্জ ও হরিপাড়া বাজারের ওপর দিয়ে চলে যাওয়া গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে কোনো নিয়মনীতি না মেনে ব্যাটারিচালিত অটো ভ্যান, অটো রিকশাগুলো যাত্রী উঠানো ও নামানোর কাজে ব্যস্ত। কোন নিয়মকানুন ছাড়া সড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করে চলছে এসব ব্যাটারি চালিত অটো গাড়ি অটো রিকশা-ভ্যান।
মহাসড়কের দুইপাশ দখল করে আছে ব্যাটারিচালিত এসব যানবাহন। এসব গাড়ির বেশির ভাগ চালক কম বয়সী কিশোর ও অদক্ষ। চালকের কোনো প্রশিক্ষণ কিংবা লাইসেন্স নেই। অদক্ষ এসব চালকরা দেখে শুনে যানবাহন চালানো শিখলেও নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। ট্রাফিক আইন কিংবা সড়কের নিয়ম-কানুন মানছেন না এসব চালকরা।
এতে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ে নিরাপরাধ নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। ন্যায্য ভাড়া পরিশোধ করে যাত্রী সাধারণ সড়কে চলাচল করলেও অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের কারণে যাত্রীরা প্রাণ দিতে হচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালক হওয়ায় সড়কে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালাতে গিয়ে বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে।
আরও পড়ুনউপজেলার সাগরপুর গ্রামের অটো রিকশা চালক অজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে স্ট্যান্ড অন্য জায়গায় হলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদেরকে সরিয়ে অটো ভ্যানগুলো যাতে রাস্তার দুইপাশ দখল না করে সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। তাছাড়া আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তিনি আরও বলেন, প্রশাসনের কাছে অনুরোধ প্রশাসন যেনো সঠিক কাজটাই করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, যারা ব্যাটারিচালিত অটো ও অটো ভ্যান চালায়, তারা মূলত: অসচেতন। চালক হতে গেলে যে ধরণের নিয়মনীতি জানা দরকার তারা তা জানে না। এরা দেখে শুনে চালক হয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ তাদের নেই।
ফলে যাচ্ছে তাই ভাবে যানবাহন চালায়। তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে সব সময় তৎপর। এর আগেও বহুবার বিষয়টি নিয়ে সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। আমরা এবার অল্প কয়েকদিনের মধ্যেই বিশেষ অভিযানে নামবো।
মন্তব্য করুন