বিএনপিকে ক্ষমতায় আনতে কাজ করতে হবে : এড. মাহবুব
তারেক রহমান মামলায় অব্যাহতিতে বগুড়ায় ভিপি সাইফুলের উদ্যোগে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান বলেছেন, ২০০৭ সাল থেকে গত বছরের ৫ আগস্ট ২০১৭ পর্যন্ত ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। জেল-জুলুমের শিকার হয়েছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রম-অর্থ দিয়েছি। এই অর্জন যাতে বিফলে না যায় সেই জন্য সতর্ক থাকতে হবে।
আমরা স্বৈরাচার বিদেয় করেছি। এখন দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। দায়িত্ব অনুযায়ী কাজ করতে হবে। আমাদেরকে আর ভুল করলে চলবে না। আগামী নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসে সেই কাজ করতে হবে। আমরা যাইচ্ছে তাই করতে পারবো না। তিনি আজ সোমবার (২৪ মার্চ) বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তারেক রহমান বিচারিক আদালত কর্তৃক সকল মামলায় অব্যাহতি প্রাপ্তিতে শুকরিয়া আদায় এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। মাহফিলে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া বার’র সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইরুল ইসলাম, আব্দুল মতিন, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসরাম ফারুক, মাহবুব রহমান বকুল, ওয়াহিদ মুরাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, বামমা বগুড়ার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, হাসানুজ্জামান পলাশ, রাশেদুজ্জামান রাসেদ, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, হুমায়ান কবির গেদা, সুরাইয়া জেরিন রনি, আব্দুল মতিন মন্ডল, মতিউর রহমান মতিন, মাওলানা ফজলে রাব্বি তোহা, মাহিদুল ইসলাম গফুর, সৈয়দ আব্দুল গফুর দারা, আরিফুর রহমান মজনু, মাহমুদ শরীফ মিঠু, ফজলুল হক উজ্জল, জাহেরুল ইসলাম, রাশেদুল ইসলাম, আলিমুর রাজি তরুণ, আহসান বিপ্লব রহিম, সেলিম রানা, এখতিয়ার উদ্দিন রানা, সোহেল রানা সুমন, রুহুল আমিন সুমন, আতিকুল প্রমুখ।
আরও পড়ুনসন্মানিত অতিথির বক্তব্যে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ৫ আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরাও মুক্তি পেয়েছি। শেখ হাসিনা বাহিনী দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। দেশ গড়তে হলে বিএনপিকে সংখ্যাগরিতা লাভ করে ক্ষমতায় যেতে হবে। আমাদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, কেউ দল করে যদি স্বৈরাচারের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয় তবে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, আগামী দিনে বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।
দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক বলেন, যারা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষ তাদেরকেই গ্রহণ করবে। ছাগল বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এই ছাগলই মানুষের ভাগ্যে পরিবর্তন করতে সহায়তা করবে। তিনি বলেন, দেশের মানুষ আশা করছে বিএনপি আগামী দিনে ক্ষমতায় এসে মানুষের কল্যাণে কাজ করবে।
সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, আমরা নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছি তা কোনভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। ছাত্র-জনতার এই অর্জন ধরে রাখতে না পারলে আবার ফ্যাসিস্টি এর উত্থান হবে, স্বৈরাচারের আগমন হবে। তা বিএনপি নেতাকর্মীরা হতে দিবে না।
মন্তব্য করুন