শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা হাফিজার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গল্প শোনানোর অংশ হিসেবে আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজে শিক্ষার্থীদের গল্প শোনালেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান।
গতকাল রোববার দুপুরে কলেজ হলরুমে মুক্তিযুদ্ধের গল্প শোনান তিনি। কলেজের প্রভাষক আবু মোতালেব হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান বর্তমান প্রজন্মকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিভিন্ন স্থানে পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ ও সেই সময়ের জীবন যাপনের ইতিহাস তুলে ধরেন।
আরও পড়ুনতিনি দেশের শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মাসুদুর রহমান, মোতাহার হোসেন, উর্মিলা রানী, ছাত্রী প্রীতি, শিফাসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মন্তব্য করুন