গাইবান্ধার ফুলছড়িতে চাল লুটপাটের ঘটনায় ৪ জনের নামে মামলা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ভিজিএফের সরকারি চাল লুটের ঘটনায় সকালের সময়ের সাংবাদিক মজিবর রহমান ও বিএনপির তিন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে মামলা হয়েছে।
উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদি হয়ে গতকাল রোববার ফুলছড়ি আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনএদিকে লুটপাটের সংবাদ পত্রিকায় প্রকাশ করায় সাংবাদিক মজিবর রহমানের নামে মামলা হওয়ায় ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা মামলা থেকে সাংবাদিক মজিবর রহমানের নাম প্রত্যাহারের দাবি জানান।
মন্তব্য করুন