ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল। ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেছেন, দীর্ঘ সাত মাস হলো ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও নির্বাচনের কোন উদ্যোগ নেই। নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা-পোড়া শুরু হয়। এ নির্বাচনে কারচুপি ও ডাকাতির জন্যই কিন্তু হাসিনা বিশ্বে স্বৈরাচারী হয়ে উঠেছিল। আমরা চাই নির্বাচন নিয়ে তালবাহনা করে আপনারা হাসিনার মতো না হন।

তিনি আজ সোমবার (২৪ মার্চ) বগুড়ার শিবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ পৌর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন,  উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, মাস্টার আব্দুর রাজ্জাক, মাহবুব আলম মানিক, মাস্টার হারুনুর রশিদ, নজরুল ইসলাম, আবু তাহের, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, আফছার আলী, আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান সাধারণ সম্পাদক মীর মুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন