সিরাজগঞ্জের কাজিপুরে বসতবাড়িতে আগুন ভস্মীভূত দশটি বাড়ি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরের উপজেলার কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ছয়টি পরিবারের দশটি ঘর। আজ সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের শিকার নীলমনি সরকার জানান, ঘরের পাশে ছাইকুড়ি থেকে অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরে থাকা নগদ টাকা সোনার গহনাসহ কোন কিছুই বের করা সম্ভব হয়নি।
কাজিপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে নীলমনি সরকার, পরী সরকার, পান্না, শংকর, অদৃষ্ট ও বাদল নমদাসের মোট দশটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে রক্ষিত নগদ টাকাও পুড়ে গেছে। এতে করে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ঘনবসতি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
আরও পড়ুনকাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে তিরিশ কেজি করে চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন