সন্ধান মিলেছে ভুট্টা ক্ষেতে উদ্ধার হওয়া সেই নবজাতকের মায়ের

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতকের মায়ের সন্ধান পেয়েছেন স্থানীয়রা। এলাকায় তন্ন তন্ন করে খুঁজে অবশেষে সোমবার রাতে ওই নবজাতকের মায়ের সন্ধান পান তারা।
জানা যায়, ভুট্টা ক্ষেতের পাশে নানা বাড়িতে ভূমিষ্ঠ হয় ওই নবজাতক। তার মায়ের নাম শিল্পী বেগম। সোমবার রাতে নবজাতকের মায়ের সন্ধান পাওয়ার পর এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা এক পর্যায়ে নবজাতকের নানাবাড়ি ভাঙচুর করতে গেলে গণ্যমান্য ব্যক্তিরা তাদের প্রতিরোধ করেন। স্থানীয়রা জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের সিরাজ উদ্দীনের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে ১০ বছর আগে শহরের গোয়ালপাড়া গ্রামের আবু রায়হান নামে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর দুই ছেলে ও এক মেয়ের মা হন শিল্পী বেগম। অভাব-অনটনের সংসার চালাতে হিমশিম খেয়ে রায়হান তিন বছর আগে পুরুষ থেকে নিজেকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করেন। পরে সংসার ফেলে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে থাকতে শুরু করেন তিনি।
এদিকে তিন সন্তান নিয়ে বাসা বাড়িতে কাজ করে জীবন চলে শিল্পী বেগমের। শহরে ভাড়াবাসায় থাকলেও কিছুদিন আগে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে বাবার বাড়িতে আসেন। সোমবার সকালে প্রসব যন্ত্রণায় এক পর্যায়ে ভুট্টার ক্ষেতে চলে যান তিনি। সেখানেই কন্যা সন্তান জন্ম দিয়ে নবজাতককে ফেলে বাড়িতে চলে আসেন শিল্পী। পরে ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসার নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নবজাতকে মা শিল্পী বেগম বলেন, ‘স্বামী হিজড়া হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তিন সন্তান নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছি। বাবার বাড়িতে আসার পরে হঠাৎ প্রসব ব্যথা উঠলে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। হাসপাতালে ভর্তি হতে পারলে এত কিছু ঘটতো না। প্রথমে অনেক ভয়ে ছিলাম, সে কারণে বাচ্চা কী করব ভেবে না পেয়ে ভুট্টা ক্ষেতে রেখে আসি।’ তিনি বলেন, ‘আমার শিশুকে কেউ নিতে রাজি তলে তাকে দিয়ে দেওয়া হবে।’
স্থানীয় কয়েকজন বলেন, ‘বার বার বলার পরে অবশেষে শিল্পী শিকার করেছেন যে ওই নবজাতক তারই। সে নবজাতককে ভয়ে ফেলে আসে। এর আগে ২০ হাজার টাকার বিনিময়ে সে এক শিশু বিক্রি করেছে।’ ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, উদ্ধার করা নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন