ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

৭২ ঘণ্টা অবজারভেশনে তামিম, থাকতে হবে তিন মাসের বিশ্রামে

৭২ ঘণ্টা অবজারভেশনে তামিম, থাকতে হবে তিন মাসের বিশ্রামে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে তামিম ইকবালের। তবে আরও ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্ববধানে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া আগামী তিন মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তামিম ইকবালের স্বাস্থ্যগত খোঁজখবর নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে এদিন সকালে কেপিজে বিশেষায়িত হাসপাতালে আসেন তিনি। পরে হাসপাতালের সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন।

আরও পড়ুন

ডা. আবু জাফর জানান, তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। ৭২ ঘণ্টার আগে তাকে হাসপাতাল থেকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে। বিষয়টি তামিম ইকবালসহ তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তিনি আরও জানান, তামিম ইকবালকে আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এসময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন।
খেলাধুলায় কবে ফিরতে পারবেন এই বিষয়ে চিকিৎসকরা জানান, তামিম ইকবালের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি জানানো যাবে। প্রেস ব্রিফিংয়ে হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ, কেপিজে হাসপাতালের চিকিৎসক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন