ভিডিও শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

তিন মাসের বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

তিন মাসের বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নীট কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। 

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সড়ক অবরোধের ফলে দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারীরা।

কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় হ্যাগ নীট ওয়্যার নামের একটি ছোট কারখানা রয়েছে। কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রমিকরা কাজে গিয়ে দেখেন কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।


এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।

আরও পড়ুন

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই বিশ্বকাপ জিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা’

ঢাকায় ‘বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল

বগুড়ায় তেলের ঘানির ফিতায় জড়িয়ে নারীর মৃত্যু

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন হয়েছে: আখতার হোসেন 

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল নানা-নাতনির

বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু, আহত ৩