ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

লালমনিরহাটের পাটগ্রামে বস্তায় আদা চাষে স্বাবলম্বী হচ্ছে কৃষক

লালমনিরহাটের পাটগ্রামে বস্তায় আদা চাষে স্বাবলম্বী হচ্ছে কৃষক

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকেরা কৃষি জমিতে আদা চাষের পাশাপাশি বস্তা পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আদা চাষ করছেন। এ পদ্ধতিতে চাষাবাদে অতিরিক্ত জমির প্রয়োজন হয় না।  বাড়ির আশপাশসহ পতিত জায়গায় এবং ছায়াযুক্ত স্থান, গাছ বাগানে সাথী ফসল হিসেবে এ পদ্ধতিতে আদা চাষ করা যায়। এতে খরচ কম লাভও বেশি হয়। এর ফলে পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে বস্তায় আদা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলায় গত বছর ১০ হাজার ১৫০ বস্তায় আদা চাষ হয়েছিল। এ বছর সেটি বৃদ্ধি পেয়ে ৬০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিধান চন্দ্র রায়ের বাড়ি। বাড়ির পাশে পুকুর ও চারপাশ ফলজ গাছসহ সুপারি বাগান। গাছগাছালিতে ভরা।

পুকুর পাড়ের দুই ধারে ও সুপারি গাছের ফাঁকে ফাঁকে সারিবদ্ধভাবে বসানো হয়েছে বস্তা। তাতে চাষ হচ্ছে আদা ও চুই গাছ। ইতোমধ্যে আদা গাছ তোলার সময় হয়েছে। সেখানে কথা হয় বিধান চন্দ্র রায়ের (৪৫) সাথে। তিনি বলেন, পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ও বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসাক হারুন মিয়ার পরামর্শ অনুযায়ী আদা চাষ করেছি। সুপারি বাগানে গাছের ফাঁকে ফাঁকে বস্তায় আদা চাষ করছি। এছাড়াও পুকুর পাড়ের দুইধারে বস্তায় আদা চাষ করেছি।

প্রতি বস্তায় প্রায় এক কেজি আদা হয়েছে। আমার আদা চাষ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। আমি তাদের পরামর্শ অনুযায়ী প্রাথমিকভাবে ৩ হাজার বস্তায় আদা চাষ শুরু করি। বর্তমানে আদার দাম কম থাকার কারণে আদা তুলিনি। দাম ভালো পেলে আগামীতে ১০ হাজার বস্তায়  আদা চাষ করার পরিকল্পনা করেছি।

আরও পড়ুন

বাউরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু হোসেন বলেন, বস্তায় সহজে ফলানো যায় আদা। আদা চাষে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে আদার বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফফার বলেন, বস্তায় আদা চাষ অত্যন্ত সহজ এবং লাভজনক প্রযুক্তি। বস্তায় আদা চাষ করতে অতিরিক্ত বা বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না। বাড়ির আশেপাশে, ছাদে, পুকুরপাড় অথবা বাগান বাড়িতে খুব সহজে বস্তায় আদা চাষ করা সম্ভব।

এতে খরচ কম এবং ফলন বেশি হওয়ায় ও পারিবারিক চাহিদা থাকায় দিন দিন আদা চাষ পাটগ্রাম উপজেলায় বৃদ্ধি পাচ্ছে। বস্তায় আদা চাষের মাধ্যমে মসলা জাতীয় ফসলের পারিবারিক চাহিদা খুব সহজে পূরণ করা সম্ভব। পাটগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদা চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন