ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবকে গুলি করেছে চোরাকারবারি 

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবকে গুলি করেছে চোরাকারবারি 

নিউজ ডেস্ক:  চোরাকারবারীদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মতিয়ার রহমান মতিন নামে ওই যুবক।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৫টার দিকে  এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, সেহরি খাওয়া শেষে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন মতিয়ার রহমান মতিন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এসময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত মতিনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একাধিক সূত্র জানিয়েছে, সীমান্তে চোরাচালান সিন্ডিকেটের চিহ্নিত সদস্যরা এই হামলা চালিয়েছে। এর আগেও বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালানের ভাগাবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. মুন্না বিশ্বাস বলেন, পুলিশ ফোর্সসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে চোরাকারবারিদের কোনো ধরনের যোগসাজশ আছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে যত বিলম্ব হবে, সরকার তত বিপদে পড়বে: গয়েশ্বর

জাবালিয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ

শাকিবের সিনেমায় ‘চাঁদ মামা’ চমক নুসরাতের

অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

সিমন্সকে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিলো বিসিবি

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ১৮