ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে ৮টি  ইটভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে ৮টি  ইটভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা। প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে আটটি অবৈধ ইটভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ইটভাটাগুলোর কিলন এস্কেভেটর দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল সোমবার  দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর ঢাকার সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টউইং যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়,  গতকাল সোমবার  সকাল সাড়ে দশটা  থেকে বিকাল সাড়েচারটা পর্যন্ত সৈয়দপুর উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আটটি অবৈধ ইটভাটার মালিকের পৃথক পৃথক অংকে সর্বমোট ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদের মধ্যে নিয়ামতপুর এলাকার মেসার্স এম এ বি  ব্রিকসের ৫ লাখ টাকা,  কামাপুকুর দলুয়া এলাকার মেসার্স  বি পি এল-২ ব্রিকসের ৬ লাখ টাকা, একই এলাকার মেসার্স এ এস বি ব্রিকসের ৬ লাখ টাকা, কলাবাগান এলাকার  মেসার্স এ স্টার বি ব্রিকসের ৬ লাখ,  একই এলাকার এ বি এল ব্রিকসের ৬ লাখ টাকা, উপজেলার খাতামধুপুর ইউপির মুসরত ধুলিয়া এলাকার মেসার্স এম বি ব্রিকসের ৩ লাখ ৫০ হাজার টাকার, মেসার্স এমবিসি ব্রিকসের ৩ লাখ টাকা এবং মেসার্স টিবিএল ব্রিকসের ৫০ হাজার টাকা। অভিযানকালে উল্লিখিত  অবৈধ ইটভাটাগুলো এস্কেভেটর ও পানি দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্-আল-মামুন।

আরও পড়ুন

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল্লাহ-আল-মামুন। এ সময়  নীলফামারী জেলা পুলিশ, র‌্যাব-১৩ ও  নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী সিনিয়র কেমিস্ট মো. আব্দুল্লাহ-আল-মামুন  জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এ ধরণের অভিযান অব্যাহতভাবে চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন