বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

করতোয়া ডেস্ক : মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোর হাতে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে আজ মঙ্গলবার (২৫ মার্চ) পালিত হয় গণহত্যা দিবস।
নানা আয়োজনে আজ মঙ্গলবার (২৫ মার্চ) সেই রাতের শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করে জাতি, হত্যাযজ্ঞের যেই দিনটি জাতীয়ভাবে স্বীকৃত ‘গণহত্যা দিবস’ হিসাবে। দিবসটি উপলক্ষে বগুড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আশে-পাশে জেলায় পালিত হয়েছে দিবসটি। করতোয়ার প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিয়ে করতোয় ডেস্ক রিপোর্ট।
বগুড়া জিলা স্কুল : ২৫ মার্চ ভয়াল কালো রাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ মার্চ) বগুড়া জিলা স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জিলা স্কুলের প্রধান শিক্ষক সেলিমা নাছরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহাকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মো. লোকমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) আব্দুল মালেক। এছাড়া ৭১’র ২৫ মার্চের কালোরাত্রি নিয়ে স্মৃতচারণ করেন মুক্তিযোদ্ধাবৃন্দ।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ : গণহত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ মার্চ) বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. হাবিবুর রহমান রজিব, মো. ফেরদৌস আলম, মোছা. নাছিমা খাতুন, মো. আবু তাহের, মোছা. রুমানা খাতুন, মোছা. রিমা খাতুন, মো. আবুল কাশেম প্রামানিক, মো. ফুলবর রহমান ও মো. শাহ আলম। অনুষ্ঠনা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তাকিম হোসাইন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক খ.ম. মাহমুদুল হাসান।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে ওই দিন সকালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কেন্দ্রীয়ভাবে উপজেলা সদরের আলোহালী পদ্মপুকুরে গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান।
আরও পড়ুনপরে সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্র পরিচালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীন, সদর ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ সিদ্দিকী লিংকন, কৃষি অফিসার ফারজানা আক্তার, মৎস্য কর্মকর্তা শারমিন আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী লিপা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান, ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের প্রমুখ।
বাদ যোহর গণহত্যা দিবস উপলক্ষে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ ও সুঘাট ইউনিয়নের কল্যাণী গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : গণহত্যা দিবস উপলক্ষে পাঁচবিবিতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন প্রমুখ।
মন্তব্য করুন