ভিডিও শনিবার, ২৯ মার্চ ২০২৫

ব্রাজিলকে বিধ্বস্ত করায় আর্জেন্টিনা দলকে মেসির বার্তা

ব্রাজিলকে বিধ্বস্ত করায় আর্জেন্টিনা দলকে মেসির বার্তা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। তার অনুপস্থিতিতেও বিশ্বকাপ বাছাইপর্বে সুপার ক্লাসিকোয় আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে সেলেসাওরা। ২০১২ সালের পর এবারই প্রথম ব্রাজিলকে চার গোল দিয়েছে আর্জেন্টিনা। তাই মাঠে না থাকলেও দূর থেকেই সতীর্থদের ঐতিহাসিক জয় উদযাপন করতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। 

চোটের কারণে আন্তর্জাতিক সূচিতে মাঠে নামা হয়নি মেসির। ঘরের মাঠ বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে মেসি না থাকলেও আধিপত্ত বিস্তার করেছে আর্জেন্টিনা। আর ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সেই ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচে আজই প্রথম অন্তত ৪ গোল হজম করল ব্রাজিল। এমন দাপুটে জয়ের পর আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন প্রশংসা জানালেন দলকে, যারা ব্রাজিলকে গুঁড়িয়ে দিলো এক স্মরণীয় ম্যাচে। যেন মেসি বললেন, ‘দারুণ খেলেছো। কিপ ইট আপ।’ সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন। একটিতে দেখা যাচ্ছে, ম্যাচে দর্শকরা উল্লাস করছেন। অন্য ছবিতে কয়েকটি ইমোজিও জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

আরও পড়ুন

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই এদিন ২০২৬ বিশ্বকাপের টিকিটও পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। তাতেই দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল লিওনেল স্ক্যালোনির দল। এই সুসংবাদ নিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমে তাদের নিয়ে ছেলেখেলা করেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইপর্বের ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ব্রাজিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের ঈদ উপহার পেল সীমান্তের ৫০ টি পরিবার

বগুড়ায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

ইফতারি কিনে বাড়ি ফেরা হলো না মইদুলের

ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

‘আমি শুধু সাইফকেই খুঁজি’