ভিডিও রবিবার, ৩০ মার্চ ২০২৫

সুন্দরবনে দুই এলাকায় আগুনে ক্ষতি সাড়ে ৫ একর বনভূমি 

সুন্দরবনে দুই এলাকায় আগুনে ক্ষতি সাড়ে ৫ একর বনভূমি 

নিউজ ডেস্ক:   সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের দুই এলাকার অগ্নিকাণ্ডে সাড়ে ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি সংলগ্ন বনের দেড় একর এবং ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলা এলকার ৪ দশমিক শূন্য ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম এ তথ্য জানিয়েছেন।

ডিএফও কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, ঘটনাস্থলে এখন আগুন নেই। আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ হয়ে গেছে। তারপরও অতিরিক্ত সতর্কতার জন্য জোয়ারের সময় পানি ছিটানো হচ্ছে। আগামীকালও পর্যবেক্ষণ করা হবে। তারপর ফায়ার আউট ঘোষণা করা হবে।

আরও পড়ুন

তিনি আরো জানান, পরপর দুটি এলাকায় আগুন ধরার কারণে নির্বাপণের কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। দুটি স্থান ড্রোন ও জিপিএসের মাধ্যমে মনিটরিং করা হয়েছে। আপতত সাড়ে ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জিপিএসের মাধ্যমে পরিমাপ করা হয়েছে। এছাড়া আগুন লাগার বিষয়ে দুটি ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে। তখন ক্ষয়ক্ষতির বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

শনিবার (২২ মার্চ) সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ি সংলগ্ন বনে আগুন লাগে। রাতভর চেষ্টায় রবিবার (২৩ মার্চ) সকালে সেই আগুন নেভাতে সক্ষম হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সুপ্ত আগুন ও ধোঁয়ার কুন্ডলী খুঁজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের অস্তিস্ত দেখতে পায় বন বিভাগ। সেই আগুনে সুন্দরবন পুড়েছে ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে। অবশেষে মঙ্গলবার বিকেলের দিকে বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অতিরিক্ত সতর্কতার জন্য বুধবার (২৬ মার্চ) ও বৃহস্পতিবার (২৭ মার্চ) ওই এলাকা পর্যবেক্ষণে রাখবে বন বিভাগ। এ সময়ে পানিও ছেটানো হবে বনের মধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের গুরুত্ব, করণীয় ও বর্জনীয়

ঠাকুরগাঁওয়ে সরকারি চালসহ গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

বগুড়ায় ঈদ কেনাকাটায় আতর টুপির দোকানে ভিড়

বগুড়ায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার নন্দীগ্রামে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা