গরুর মাংসের কোরমা রাঁধবেন যেভাবে

ঈদের দিন পোলাওয়ের সঙ্গে গরুর মাংসের কোরমা খুবই সুস্বাদু লাগে ।
গরুর মাংস ২ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজকুচি দুই কাপ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা এক টেবিল চামচ, কাজুবাদামবাটা ১ টেবিল চামচ, কাঠবাদামবাটা ১ টেবিল চামচ, পেস্তাবাদামবাটা এক টেবিল চামচ, কাঁচা মরিচের বাটা দুই চা-চামচ বা পরিমাণমতো, গোলমরিচগুঁড়া এক চা-চামচ, জিরাগুঁড়া এক চা-চামচ, ধনেগুঁড়া দুই টেবিল চামচ, জায়ফলগুঁড়া আধা চা-চামচ, জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ৪টি, দারুচিনি ৬ টুকরা, বড় এলাচি ২টি, লবঙ্গ ৮-৯টি, লবণ পরিমাণমতো, টক দই এক কাপ, গরম পানি চার কাপ বা পরিমাণমতো, দুধ দুই কাপ, ঘি আধা কাপ, গরমমসলাগুঁড়া এক চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আলুবোখারা ৬-৭টি, চিনি এক টেবিল চামচ বা পরিমাণমতো, কাঁচা মরিচ ৬-৭টি।
আরও পড়ুনপ্রণালি
মাংস ধুয়ে টুকরা করে নিন। তেল, পেঁয়াজকুচি, সব বাটা মসলা, গোলমরিচগুঁড়া, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, জায়ফলগুঁড়া, জয়ত্রীগুঁড়া, তেজপাতা, দারুচিনি, বড় এলাচি, লবঙ্গ, লবণ পরিমাণমতো, টক দই দিয়ে মাখিয়ে রাখুন দুই ঘণ্টা। পরিমাণমতো গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মাংস আধা সেদ্ধ হলে দুধ দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। ঝোল কমে এলে ঘি, গরমমসলাগুঁড়া, বেরেস্তা, আলুবোখারা, চিনি, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।
মন্তব্য করুন