ভিডিও সোমবার, ৩১ মার্চ ২০২৫

বগুড়ার ধুনটে স্বাধীনতা দিবসে হাসিনা ও শেখ মুজিব ছবি সংবলিত ব্যানার, অভিভাবকদের ক্ষোভ

বগুড়ার ধুনটে স্বাধীনতা দিবসে হাসিনা ও শেখ মুজিব ছবি সংবলিত ব্যানার, অভিভাবকদের ক্ষোভ, ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। উপজেলার উত্তর বেড়েরবাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দিবসটি পালনের ওই ছবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ফেসবুক পেজে পোস্ট করায় তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।  

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া ছবিটি বিভিন্ন হাত ঘুরে মিডিয়া কর্মীদের নজরে আসে। দেখা যায়, বিদ্যালয় চত্বরে একটি শহিদ মিনার রয়েছে। সেখানে ব্যানার টাঙিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। শহিদ মিনারে টাঙানো ব্যানারের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি ব্যবহার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল মালেক বলেন, গণঅভ্যুত্থানে দেশছাড়া সাবেক এক প্রধানমন্ত্রী ও শেখ মুজিবের ছবি টাঙিয়ে স্বাধীনতা দিবসের আয়োজন খুবই দুঃখজনক। শিক্ষকদের কাছ থেকে এমন দায়িত্বহীন কিছু আশা করা যায় না। স্বাধীনতা দিবস পালনের জন্য স্বাভাবিকভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি থাকার কথা। শিক্ষকেরা এ ঘটনার দায় এড়াতে পারেন না।

আরও পড়ুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, ‘আমি মোবাইল ফোনের ব্যবহার ভালোভাবে করতে পারি না। তাই সহকারী এক শিক্ষককে আমার ফেসবুকে স্বাধীনতা দিবস পালনের ছবি পোস্ট করতে দিয়েছিলাম। ওই শিক্ষক আমার মোবাইলে থাকা শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সংবলিত ব্যানারের পুরোনো ছবি পোস্ট করেছেন। এটা দেখার পর তাৎক্ষণিকভাবে সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ভুলটি হয়েছে।’

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্ত সুলতানা রাজিয়ার সাথে যোগাযোগ করে তাকে না পাওয়ায় এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক রুমে বন্দি’ থেকে মুক্ত খালেদার ৭ বছর পর পরিবারের সঙ্গে ঈদ

বাংলাদেশ দলে খেলে কেমন পেলেন হামজা

চোট কাটিয়ে ফিরেই মেসির গোল, জিতল মায়ামিও

ক্রেতাকে বোল দিয়ে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা

চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ নারীকে বেনাপোলে হস্তান্তর

নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে পিটিয়ে হত্যা