বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু, আহত ৩

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে বকুল বানু (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বকুল বানু উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। একই ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
তারা হলেন একই গ্রামের জনাব আলীর ছেলে সাহেদ আলী (৭৫), আছর প্রামানিকের ছেলে আবুল কাসেম (৭৫) প্রামানিক এবং মৃত নাছির উদ্দীনের মেয়ে নার্গিস আক্তার (৩০)।
সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) হাটফুলবাড়ী হাট শেষে দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি নিহত এবং আহতদের নিয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। বিকাল সাড়ে ৪টার দিকে চৌকিবাড়ি গ্রামের সুখদহ নদীর উপর নির্মিত চৌকিবাড়ী সেতুর কাছে অটোরিকশাটি একাই উল্টে সেতু থেকে নদীর মধ্যে পরে যায়। ফলে ঘটনাস্থলেই বৃদ্ধা বকুল বানু মারা যান। এতে সাহেদ আলী, আবুল কাসেম এবং নার্গিস আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনসারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান সরদার জানান, আহতদের মধ্যে নার্গিস আকতারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, সাহেদ আলীকে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আবুল কাসেম চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যোগাযোগ রাখা হয়েছে।
মন্তব্য করুন