অভিনেত্রীকে ম্যানহোলে ফেলে সিমেন্ট দিয়ে ঢালাই করে হত্যা

তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলা আদালত মঙ্গলবার ২০২৩ সালে হায়দরাবাদকে কাঁপানো অপ্সরা হত্যা মামলায় অভিযুক্ত পুরোহিত ভেঙ্কট সাইকৃষ্ণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
আইয়্যাগারি ভেঙ্কটা সাই কৃষ্ণ নামের সেই অভিযুক্ত পুরোহিত যেই অভিনেত্রীকে হত্যা করেছিলেন, তার নাম কুরুগান্তি অপ্সরা। শুধু তাই নয় হত্যার পর তার দেহ একটি ম্যানহোলে ফেলেও দেয় সে। তারপর তা লাল মাটি এবং সিমেন্ট দিয়ে সিল করে দেয়।
এদিকে আদালত দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তার কাছ থেকে ১০ লক্ষ রুপিও জরিমানা করে। যার মধ্যে মৃতের পরিবারকে ৯.৭৫ লক্ষ রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকি ২৫,০০০ রুপি আদালতকে দিতে হবে।
আরও পড়ুন
তদন্তে জানা গেছে, সাই কৃষ্ণকে বিয়ে করার জন্য অপ্সরা চাপ দিচ্ছিলেন। তাই শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। একজন তদন্তকারি জানান, পুরোহিত আগে থেকেই বিবাহিত ছিল। তার স্ত্রীও ছিল। তবে তারপরও সে ওই অভিনেত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপর অভিনেত্রী তাকে জোর করায় শেষ পর্যন্ত তাকে হত্যা করে পুরোহিত।
মন্তব্য করুন