ভিডিও সোমবার, ৩১ মার্চ ২০২৫

আইপিএলে কলকাতার বিরুদ্ধে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ

আইপিএলে কলকাতার বিরুদ্ধে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ

স্পোর্টস ডেস্ক: আইপিএলে ইডেনের পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের পরই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, স্পিন-সহায়ক উইকেটে তারা খেলতে চান। তবে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে তার কাছে এমন কোনো আবেদন করা হয়নি।


ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএলে কোনো দলই পিচ কেমন হবে তা নির্ধারণ করতে পারে না। ইডেনের পিচ প্রস্তুতকারক জানিয়েছেন, তার কাছে কলকাতা কোনো আবেদনও করেনি।

সুজন বললেন, 'পিচ নিয়ে কেন বিতর্ক হচ্ছে বুঝতে পারছি না। কলকাতা তো আমাকে কিছু বলেনি। কেমন পিচ হবে তা নিয়েও কথা হয়নি। রাহানে আমার ছেলের মতো। ওর সঙ্গে কথা হচ্ছিল। বলছিল পিচ থেকে স্পিনারেরা আরও সাহায্য পেলে ভাল হয়। তবে সেটা কেবলই মজা করে।'


২২ মার্চ ইডেনে খেলা ছিল। কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়েই শুরু হয়েছে এবারের আইপিএল। সেই ম্যাচে হেরে যায় কলকাতা। প্রথমে ব্যাট করে ১৭৪ রান করেছিল তারা। সেই ম্যাচে বেঙ্গালুরুর স্পিনার হার্দিক পান্ডে নিয়েছিলেন তিন উইকেট। আরসিবির স্পিনাররা দাপট দেখালেও কেকেআরের বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা সেভাবে প্রভাব ফেলতে পারেননি।

আরও পড়ুন

ইডেনে কলকাতার পরের ম্যাচ ৩ এপ্রিল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছিল কেকেআর। বৃহস্পতিবার তারা চলে যাবে মুম্বাইয়ে। সেখানে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে কেকেআর।

ওই ম্যাচ খেলে মঙ্গলবার কলকাতায় ফিরবেন রাহানেরা। খেলতে নামবেন বৃহস্পতিবার। সুজন বললেন, 'কেকেআর ফিরলে পিচ নিয়ে কথা বলব। যদিও তখন খুব বেশি সময় থাকবে না পিচ পরিবর্তন  করার জন্য।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ , বাসে আগুন

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ

ঈদের দিনের জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ও দোয়া

১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি : মির্জা ফখরুল

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

যশোর সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার