ভিডিও সোমবার, ৩১ মার্চ ২০২৫

বগুড়া দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বগুড়া দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম (৪৮) গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় অপর যুবদল নেতা সৈকত তালুকদার (৩২) আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, উপজেলা সদরের সুখানগাড়ি গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ও তার সঙ্গী বোরাই তালুকদারপাড়ার শহীদ তালুকদারের ছেলে সৈকত তালুকদার গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলযোগে জয়পুরহাট থেকে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি আক্কেলপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছিলে পিছন থেকে আসা ঢাকাগামী কোচ পাশ কাটাতে গিয়ে তাদের বহনকারী মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় তারা রাস্তায় ছিটকে পড়ে যান। এতে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম ও তার সঙ্গী মোটরসাইকেল চালক সৈকত তালুকদার গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত বলে ঘোষনা করেন।

আরও পড়ুন

তার সঙ্গী সৈকত তালুকদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রফিকুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই তার শুভাকাঙ্খি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। রফিকুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী এক ছেলে সহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা ও সকাল সাড়ে ১০টায় চৌমুহনী বাজার এলাকায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে তার জানাজা নামাজ পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি বিএনপি নেতা এড. আতাউর রহমান খান মুক্তা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. আব্দুল মজিদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, মরহুমের বড় ভাই উপজেলা বনিক সমিতির সভাপতি আব্দুল আলী প্রামানিক, ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ আলী সহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ , বাসে আগুন