ভিডিও বুধবার, ০২ এপ্রিল ২০২৫

ওসানুনাকে হারিয়ে শক্ত অবস্থানে বার্সা

ওসানুনাকে হারিয়ে শক্ত অবস্থানে বার্সা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ওসাসুনার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল গত ৮ মার্চ। তবে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিল বার্সেলোনা মূল দলের প্রধান চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দলের খেলোয়াড়রা ম্যাচ রেফারির কাছে অনুরোধ জানিয়েছিল ম্যাচটি আয়োজন না করতে। যার কারণে সে সময় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। 

তবে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে সবার আগে ম্যাচটি খেললো বার্সেলোনা। যদিও ম্যাচটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সেটা আগেই জানিয়ে দিয়েছে লা লিগা। পরশু রাতে ঘরের মাঠে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ চেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো কাতালানরা। বর্তমানে তাদের পয়েন্ট ৬৩। অন্যদিকে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। 

আরও পড়ুন

ওসাসুনার বিপক্ষে ম্যাচ শেষে বার্সা বস হ্যান্সি ফ্লিক দলের দুর্দান্ত পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজ আমরা পরিস্থিতি অনুযায়ী আমাদের সেরাটা দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন সমর্থকরা আমাদের সঙ্গে ছিল। এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডোমারে মৎস্যচাষির হ্যাচারিতে ভাসছে নবজাতকের মরদেহ

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার ২৬ নম্বর আসামিকে গ্রেপ্তার

মিয়ানমারে রেড ক্রসের বহরে জান্তার গুলি, ত্রাণ না দিয়েই ফিরে গেলো গাড়ি

২০০০ বছরের পুরনো কঙ্কালের ডিএনএ থেকে মিলল যত চমকপ্রদ তথ্য

পিকআপ ভ্যান রাখা নিয়ে কথা কাটাকাটিতে যুবককে হত্যা 

শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন