ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে যা জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : ছাঁটাই হয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। তার উত্তরসূরী কে হবেন তা নিয়েই আলোচনা চলছে। এই তালিকায় অনেকের সঙ্গে নাম শোনা যাচ্ছে কার্লো আনচেলত্তির। আনচেলত্তিকে অবশ্য অনেকদিন ধরেই নাকি পেতে আগ্রহী ব্রাজিল ফুটবল ফেডারেশন।
তবে এই গুঞ্জন অনেকবার শোনা গেলেও বাস্তবে তাদের জুটি হয়নি কখনো। ব্রাজিলের কোচ ছাঁটাইয়ের প্রসঙ্গ আসলে তাই স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিতে হয় ইতালিয়ান কোচকেও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটের দায়িত্ব নিচ্ছেন কিনা। প্রতিবারের মতো এবারও একই সুরে কথা বলেছেন আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদের কোচ বলেছেন, ‘চুক্তি পরিষ্কার (রিয়ালের সঙ্গে চুক্তি)। এ নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। ব্রাজিল, তাদের খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে। কিন্তু রিয়ালের সঙ্গে আমার চুক্তি রয়েছে। আর ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়নি।’
আরও পড়ুনব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও কোচ হওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি জানিয়েছে, অন্য বিষয়ে হলেও এ নিয়ে দুজনের মধ্যে কোনো কথা হয়নি। লেগানেসের বিপক্ষে আগামীকাল মাঠে নামার পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ৬৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘রোনালদোর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কিনা মনে করতে পারছি না। আমরা অনেক বিষয়ে কথা বলেছি। দেখা হওয়ার পর অনেক কথাই হয়েছে আমাদের। তবে এই বিষয়ে হয়নি।’
মন্তব্য করুন