ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

‘আমি শুধু সাইফকেই খুঁজি’

‘আমি শুধু সাইফকেই খুঁজি’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলার পর থেকেই নেটদুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে সাইফ-কারিনা দম্পতিকে ঘিরে। বিশেষ করে সেই সময় কারিনা স্বামীর পাশে ছিলেন না-এই অভিযোগ তুলে অনেকেই প্রশ্ন তুলেছেন তার ভূমিকা নিয়ে। এতদিন এই প্রসঙ্গে চুপ থাকলেও, অবশেষে মুখ খুলেছেন কারিনা কাপুর খান।

একান্ত এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ‘আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর সীমার মধ্যে আটকে নেই, তার চেয়েও অনেক গভীর, অনেক বেশি অর্থপূর্ণ।’ কারিনার মতে, তারা একে অপরের ওপর ভীষণ নির্ভরশীল। সম্পর্কের ভিত তৈরি হয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ওপর। 

তিনি বলেন, ‘খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে আমি শুধু সাইফকেই খুঁজি। তখন এক কাপ কফি বা এক গ্লাস ওয়াইন নিয়ে তার পাশে বসে থাকাই যথেষ্ট। আলাদা করে কাউকে ফোন করে ডাকার দরকার পড়ে না। সাইফ এমনভাবেই আমার চারপাশটা পূর্ণ করে রাখে।’ এই নির্ভরতাকেই কারিনা বাঁধতে চান না শুধু ‘স্বামী-স্ত্রীর’ সম্পর্কের গণ্ডিতে। তার বিশ্বাস, এই বিশ্বাস আর নির্ভরতার বন্ধন কখনও ভাঙবে না।তবে এরই মাঝে সাইফ-কারিনার বিচ্ছেদ নিয়েও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। সেই জল্পনা একঝটকায় উড়িয়ে দিয়ে কারিনা বলেন, ‘যেদিন এই বিশ্বাসে ফাটল ধরবে, সেদিনই আমাদের সম্পর্ক নিয়ে ভাববো। তার আগে নয়।’

আরও পড়ুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খানও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি উপলব্ধি করেছেন-ভালোবাসা, সম্পর্ক, বিয়ে-সবকিছুই বুঝে ও ভেবেচিন্তেই করা উচিত। সাইফ বলেন, ‘মানুষ একটা সময়ের পর অনেক সময় কোনো একটি সম্পর্কে থাকতে চায় না। কিন্তু এটা মনে রাখতে হবে, বিচ্ছেদ মানে শুধু আবেগের বিচ্ছেদ নয়, এটা আর্থিকভাবেও অনেক ব্যয়বহুল। মোটা অঙ্কের খোরপোষ দেওয়ার ক্ষমতা সবার থাকে না। তাই একটা সময়ের পর সম্পর্ককে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়