ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

শিক্ষার্থীদের ঈদ উপহার পেল সীমান্তের ৫০ টি পরিবার

শিক্ষার্থীদের ঈদ উপহার পেল সীমান্তের ৫০ টি পরিবার। ছবি : দৈনিক করতোয়া

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ঈদ উপহার পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীরা। নিজেদের অর্থায়নে এসব ঈদ উপহার যাচ্ছে গরীব অসহায় পরিবারের কাছে। এদিকে তাদের এই উপহার পেয়ে খুশি এসব পরিবার। আগামীতে বড় পরিসরে আয়োজন করার আশা শিক্ষার্থীদের।

গরীব অসহায় পরিবার ও এতিমদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে সীমান্তবর্তী হিলি হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ ও রোভার স্কাউটের শিক্ষার্থীদের এক ব্যতিক্রম উদ্যোগ। আজ শনিবার (২৯ মার্চ) সকাল থেকেই কলেজের বারান্দায় কেউ ব্যস্ত সেমাই, চিনি সহ নানা উপকরণের প্যাকেট সাজাতে আবার কেউ ব্যস্ত এতিমদের জন্য নতুন পোশাক প্যাকেটিং করতে।

শিক্ষার্থীরা এসব অর্থের যোগান দিয়েছেন নিজেদের টিফিনের বাঁচানো টাকা থেকে। কিনেছেন সেমাই, চিনি, কিসমিস, দুধ সহ বিভিন্ন উপকরণ আর এতিম শিশুদের জন্য নতুন পাঞ্জাবি ও পায়জামা সাথে রয়েছে জুতাও। সামান্য এই ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এমন বলছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন

আগামীতে আরো বড় পরিসরে যাতে তারা এসব দিতে পারে সেজন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান তাদের। এদিকে হিলি সীমান্তের প্রায় ৫০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে এসব শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরিবার গুলোর ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়