কুষ্টিয়ায় চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় শহরের কোর্টপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনতিনি বলেন, ‘‘গত রাতে মিঠুন নামের এক ব্যক্তির নির্মাণাধীন সাততলা ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
মন্তব্য করুন