ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

দয়া করে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

দয়া করে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা নির্বাচন নিয়ে গত সাড়ে ১৫ বছর পার করেছে। এই সময় বাংলাদেশের ১৮ কোটি মানুষ কারাগারে থেকেছে। এই বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিল শেখ হাসিনা।

দেশের মানুষকে ভোটদান থেকে বিরত রেখেছে, ভোটের অধিকার হরণ করেছে। আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না। এখন দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তাই দয়া করে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। তাদের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামে আহত নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃৃতায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক রহিম নেওয়াজ।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মো: আসাদুজ্জামান আসাদ, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুু, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমদু, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ। অনুষ্ঠানে গত জুলাই আন্দোলনসহ দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় দলের জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়