বগুড়ার নন্দীগ্রামে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে নুন্দহ ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান তোফা (৫০) আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাটগ্রাম মধ্যপাড়ার মৃত নশের আলীর ছেলে।
আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এরআগে গতকাল শুক্রবার সকালে কর্মস্থলে ট্যাবলেট সেবন করেন তিনি।
আরও পড়ুননিহতের ভাই আব্দুল আজিজ জানান, তার ভাই নুন্দহ ফাজিল মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বাড়িতে গরু পালন করতেন। একটি গরু বিক্রি করতে চাইলে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। এতে অভিমান করে কর্মস্থল মাদ্রাসায় গিয়ে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বমি করতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। থানার ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন